কলারোয়ায় পাকিস্থানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মুক্ত দিবসের শুভ সূচনা করা হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও রুলী বিশ্বাসের নেতৃত্বে বিজয় মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কমপ্রেক্স ভবন মিলনায়তনে মিলিত হয়।
বিজয় মিছিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ সহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত 'দেশ ও জনগনের অতদ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাগণ।
মিছিল শেষে দীর্ঘ নয় মাস যুদ্ধের প্রেক্ষাপট আলোচনায় কলারোয়া মুক্ত দিবসের স্মরনীয় মুহুর্তের স্মৃতিচারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ ও সূধিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]