জুলফিকার আলী, কলারোয়া: 'বাংলার পাট বিশ্বমাত,"পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাট অধিদপ্তরের -সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমাম হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-খামার বাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার শুভ্রংশু শেখর দাস।তিনি তার বক্তব্যে কৃষকদের উদ্দেশ্য পাট চাষের কার্যকারিতা ও মাটির উর্বরতা বৃদ্ধি এবং পাটের নানা ধরনের নির্দেশনা মূলক তথ্য সম্পর্কে আলাপ- আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক, তালা উপজেলায় পাট উপ-সহকারী কর্মকর্তা অনির্বাণ সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন -পাট অধিদপ্তরের খুলনা বিভাগীয় কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব হাওলাদার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]