সাতক্ষীরার কলারোয়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এসময় আরেক যুবক আহত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর হোসেন ফিলিং স্টেশনের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (২২) সাতক্ষীরার শহরের রাজারবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে। আর গুরুতর আহত পুরাতন সাতক্ষীরার শামীম রেজার ছেলে সামিউল সানজিদ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার দিক থেকে দ্রতগতির দুটি মোটরসাইকেলে ৪জন কলারোয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে হোসেন ফিলিং স্টেশনের সামনে আসা মাত্রই সাতক্ষীরামুখী একটি পিকআপ তেল পাম্পে ঢুকতে গিয়ে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় মোটরসাইকেল চালক জাকির হোসেন ও পিছনে বসা সামিউল সানজিদ গুরুতর আহত হন। তাৎক্ষণিক পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাকির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘাতক পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে। তবে চালক পালিয়ে যায়।
জানা গেছে, সাতক্ষীরার রাজারবাগের জাকির হোসেন, পুরাতন সাতক্ষীরার সামিউল, সাতক্ষীরার কলেজ মোড় এলাকার জাকির হোসেনের ছেলে আরিফ হোসেন (১৮) ও ইউসুফ আলীর ছেলে আমিনুর রহমান (২২) মিলে ৪ বন্ধু কলারোয়ায় আসছিলেন। তাদের দুই বাইকের মধ্যে জাকির হোসেন দ্রুত গতিতে চালাতে গিয়ে সড়ক দূর্ঘটনার শিকার হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]