নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার পৌর সদরের ৭নং ওয়ার্ডের মুরারিকাটী গ্রামে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ারা নামে এক গৃহবধূ প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে জখম হয়েছে।
১৬ জুলাই রবিবার বিকাল ৪টার দিকে পতিপক্ষ নুর মোহাম্মদের লাঠিয়াল বাহিনীর লাঠির এলোপাতাড়ি আঘাতে এ নারী আহত হয়। এ গৃহবধু মাথা গুরুতর জখম হয়ে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার মাথা ৩ টা সিলাই দেওয়া হয়েছে। আহত গৃহবধু ঐ মুরারিকাটী গ্রামের পত্রিকার সংবাদপত্র পরিবেশক মহিদুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে এলাকাবাসী জানান মহিদুল ইসলামের স্ত্রী পাশের বাড়ি নুর মুহাম্মাদের পুকুরে পাড়ে মেরী হাঁস খুজতে গেলে পতিপক্ষরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালি গালাজের এক পর্যায়ে হাত-হাতি শুরু হয়।এ পর তারা সংবদ্ধ হয়ে লাঠিসোঠা নিয়ে পিটিয়ে মারাতœক ভাবে জখম করে। এ ঘটনায় সংশিষ্ট থানা একটি অভিযোগ দায়র করেছে। অভিযোগ পত্রে বাদী মহিদুল ইসলাম জানান আমার ৬ শতক জমির পাশে বিবাদীর পুকুর আছে,তবে কোন পুকুরের কোন পাড় না তাকায় আমার কিছু জমি পুকুরে ভিতর ভেঙ্গে পড়ে। আমি পেীরসভার সিরাজুল াআািমন দ্বারা আপষে জমির সীমানা নির্ধারন করি। কিন্তু পতিপক্ষরা বলে এই জমি আমাদের। তবে বাদীও বলেন একাধিক বার জমির সীমানা ঠিক করা হয়েছে। তারা মানতে নারাজ।
এ বিষয়ে থানা পুলিশের সাব-ইনসপিক্টর আ: রহমান জানান আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি,অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্ব ব্যবন্থা গ্রহন করা হবে।তিনি আরো বলেন উভয় পক্ষের লোকজন এ গটনায় আহত হয়েছে।তারা দুই পক্ষ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]