দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককালে একটি ইজিবাইক জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, থানার এসআই অনুরুদ্ধ রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকালে যুগিবাড়ি হোসেন ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি দ্রুতগামী ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ইজিবাইকে থাকা ৫ ব্যক্তিকে মদ রাখার অপরাধে আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর জেলার নোযাপাড়া থানার ঘুরুলিয়া গ্রামের ভীম দাস(৪০), পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ থানার ভিকাখালি গ্রামের পলাশ চন্দ্র ঢালী(২৫), বড়গুনা জেলার তালতলি থানার কড়াইতলা গ্রামের সৌরভ হোমস্তা(২৪), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাকসা গ্রামের আবু তাহের (রাজু) আহমেদ(২৬) ও ভারতের প: বাংলার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের দিলীপ দাস(৫০)। থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]