কলারোয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কারবারিদের সকল পথ বন্ধ হতে চলেছে। উপজেলা ব্যাপি মাদক বিরোধী অভিযানে থানার চৌকস পুলিশ সদস্যরা প্রায়দিন মাদক ব্যবসায়ীদের খাঁচায় বন্দি করে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(৪ মে) পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায, ভারতীয় ৯ বোতল উন্নতমানের মদ সহ আটক ব্যক্তি হলেন সীমান্তবর্তী রামভদ্রপুর গ্রামের মৃত: মোকদ্দেছ হোসেনের ছেলে ফারুক হোসেন(৩৫)। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
তিনি আরো বলেন, কলারোয়া উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে এবং আইন শৃংখলাকে সমুন্নত রাখতে থানা পুলিশের এ পথ চলা অব্যাহত থাকবে। আর এই অভিযানের সফলতার জন্য তিনি সকল শ্রেণী- পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।
প্রসংঙ্গত: সম্প্রতি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও মদ সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধারের সাথে সাথে মাদক কারবারিদের আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]