কলারোয়ায় পুলিশ সদস্য শরিফুলের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে তার নিজ বাসস্থান কলারোয়ার নাকিলা গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
শরিফুল নাকিলা গ্রামের আব্দুর রশিদের পুত্র।
দীর্ঘদিন ঘাতক ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি।
দেশের বিভিন্ন নামি-দামি হাসপাতালে চিকিৎসা নিয়েও তার কোন উপসম না হওয়ার অতি সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার সিদ্ধান্ত নেয় তার ক্ষতিগ্রস্ত পরিবার। ইতোমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ করা গেলেও গত ২দিন আগে আবারও অবনতি হলে তাকে ঢাকার একটি ক্যান্সার হাসপাতালের আইসিইউ তে নেওয়া হলে সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার তার শারীরিক অবস্থার অবনতি দেখে ২৪ ঘন্টা সময় নির্ধারন করে দেন।
সেমতে গতকাল ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদ্য পদোন্নতি প্রাপ্ত (এএসআই) শরিফুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক শিশু পুত্র, বাবা, মা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ, সাতক্ষীরা জেলা জর্জ কোটের এপিপি এড. আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সহ সভাপতি আব্দুর রউপ, দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আয়ুব আলী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবনেতা মনজুরুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য মোস্তফা কামাল মোস্ত, সাবেক ইউপি সদস্য জিয়ারুল আমিন, খাইরুল আমিন ও আশরাফ আলী ও মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সমাজসেবক।
জানাজা শেষে মরহুম শরিফুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজা অনুষ্ঠান সঞ্চালনা করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক রেজাউল ইসলাম।
জানাজা নামাজ পরিচালনা করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]