সাতক্ষীরার কলারোয়ায় দু’দিনের ব্যবধানে একলাফে দ্বিগুন হয়েছে পেঁয়াজের দাম। দু’দিন আগে যে পেঁয়াজের দাম ছিলো ৩৫ থেকে ৪০ টাকা সেই পেঁয়াজ দু’দিন পর ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বুধবার কলারোয়া বাজারে পেঁয়াজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি পরিলক্ষিত হয়। পেঁয়াজের আকষ্মিক ঝাঁজে চোখ দিয়ে পানি পড়ার উপক্রম হচ্ছে ক্রেতাদের।
কয়েকজন ক্রেতা জানান, ‘গত সোমবার যে পেঁয়াজ কিনেছেন প্রতিকেজি ৪০টাকা দরে সেই পেঁয়াজ বুধবার ৭০টাকা কেজিতে কিনতে হয়েছে। কলারোয়া উপজেলা সদরের কাঁচা বাজারের প্রায় প্রতিটি তরকারির দোকানে পেঁয়াজের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে।’
খুচরা তরকারি বিক্রেতা লিটন হোসেন জানান, ‘দুইদিন ধরে পেঁয়াজের দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, ফলে বিক্রিও করতে হচ্ছে বেশিতে।’
পাইকরি ঝাল-পেঁয়াজ আলু বিক্রেতা শরিফ জানান, ‘পেঁয়াজ ৬৮ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা ও ৭৭ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা বিক্রি করা হচ্ছে।’
ভারত থেকে পেঁয়াজ না আসায় হঠাৎ এমন দাম বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।
নিয়মিত বাজার মনিটর করে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ ক্রেতারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]