আতাউর রহমান : কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ও মালামাল ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত অবনী ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ।
বৃহস্পতিবার কলারোয়া প্রেসক্লাবে বিশ্বজিৎ ঘোষ তাঁর লিখিত বক্তব্যে বলেন, পৈত্রিক ৬ শতক জমি নিয়ে একই গ্রামের বাসুদেবের স্ত্রী দিপালী ঘোষের সাথে বিরোধ চলে আসছে। তাঁর বাবা প্রয়াত অবনী ঘোষ ১৯৬৩ সালে বামনখালি মৌজার ৮ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে ৬ শতক জমি খাস খতিয়ানে চলে যায়। সেই জমি দিপালী ঘোষের নামে ডিসিআর হয়। এর বিরুদ্ধে ২০০৪ সালে তিনি সাতক্ষীরা বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেন। এই মামলায় ২০০৪ সালের ৩ জুলাই ডিক্রিপ্রাপ্ত হন বিশ্বজিৎ ঘোষ। এই ডিক্রির বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে যায়। ২০০৬ সালে ওই ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে করা রিভিউ আবেদন ২০১০ সালে ডিসচার্জ হয় এবং স্টে অর্ডার ভ্যাকেট করে দেওয়া হয়।
এরপর ওই জমির মালিক আইনগতভাবে বিশ্বজিৎ ঘোষ নিজের বলে দাবি করেন। কিন্তু ওই ৬ শতক জমির দখল দিপালী ঘোষের পরিবারের লোকজন ছেড়ে দেয়নি বলে বিশ^জিৎ ঘোষ জানান।
বিশ্বজিৎ ঘোষ আরও জানান, তার পৈত্রিক জমিতে লাগানো বিভিন্ন্ প্রজাতির গাছ, বাঁশঝাড় ও অন্যান্য মালামাল প্রতিপক্ষরা বিক্রি করে দিয়েছে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা বলে বিশ্বজিতের দাবি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বিশ্বজিৎ ঘোষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]