নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় প্রতিপক্ষ পরিবারের সদস্য ভেবে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। দুই পরিবারের মধ্যে জমি জমার বিরোধ চলমান থাকায় প্রতিপক্ষ পরিবারের সদস্য মনে করে এই ঘটনা ঘটানো হয়। আহত কিশোরকে শুক্রবার রাতে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রনি(১৪) বিবদমান দুই পরিবারের কোনো পরিবারেরই সদস্য নয়।
শুক্রবার পড়ন্ত বিকেলে উপজেলার শাকদাহ গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। এমন অবস্থা প্রত্যক্ষ করছিলো কিশোর রনি। তাকে প্রতিপক্ষ পরিবারের সদস্য ভেবে জনৈক নুরুজ্জামানের ছেলে শাহিন ও শাহিনের চাচা বাবু ওই কিশোরকে কান বরাবর বাঁশ দিয়া আঘাত করলে বাম কানে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয় কিশোর রনি।
আঘাতে কান কেটে যায় ও মাথায় জখম হয়। তাকে চিকিৎসাসেবা দেওয়া ডাক্তার জানান, কানে তিনটি সেলাই দিতে হয়েছে। মাথায় ক্ষত হওয়ায় ব্যান্ডেজ দিতে হয়েছে। অথচ জমিজমার বিরোধ ছিলো শাকদাহ গ্রামের আতিয়ারের সাথে একই গ্রামের বাবুর। এই ছেলেটি প্রত্যক্ষদর্শী ছাড়া আর কিছুই নয়। অনাকাঙ্ক্ষিত এ আকস্মিক ঘটনার বিচার দাবি করেন আহত কিশোরের বাবা উপজেলার পানিকাউড়িয়া গ্রামের রফিকুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]