কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট(ট্যাব) বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক ও সমমানের মাদ্রাসায় অধ্যায়নরত নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে ওই ট্যাব তুলে দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে রবিবার( ৭ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সেহাগ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সাবেক আ'লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, আ'লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
সব শেষে উপজেলার ৪৩ টি হাইস্কুল ও ২৬ টি মাদ্রাসা থেকে ৯ ম ও ১০ শ্রেণীতে অধ্যায়নরত স্কুল প্রতি ৬ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পর্যায়ক্রমে ৪১৪ টি ট্যাবলেট(ট্যাব) উপহার হিসাবে বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]