মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত রাজনীতিক আজিজুল হক চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী ২৫ ডিসেম্বর। তিনি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্যের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আরিফুল হক চৌধুরীর পিতা।
আজিজুল হক চৌধুরী নিজ নামে স্বমহিমায় উজ্জল। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ব্যক্তি তার জীবদ্দশায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে বহু সামাজিক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। সহযোগী মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনিতিবিদ কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা প্রথম প্রশাসক। তিনি একাধারে কলারোয়া সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারিকরণে সমন্বয়কারি, কলারোয়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া আলিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। জীবদ্দশায় তিনি জাতীয় পার্টি ও পরে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অবদান গভির শ্রদ্ধা ভরে স্বরণ করে কলারোয়াবাসী। আধুনিক কলারোয়া গড়ার পিছনে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম আজিজুল হক চৌধুরী।
মরহুমের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]