কলারোয়ায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ রোধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলা ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়।
সূত্র জানায়, রবিবার(২১ মে) বেলা ২ টার দিকে সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ৮ম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সাদিয়া(১৬)'র বিয়ের আয়োজন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নূরুন নাহার আক্তারের নির্দেশে একই অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বিষয়টির সত্যতা পেয়ে অপ্রাপ্ত বয়স্ক নববধুর পিতা রফিকুল ইসলাম এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে দেব না। এ ছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা মেয়ের পিতাকে অবহিত করেন, উপরোক্ত শর্ত ভঙ্গ করলে আগামীতে বাল্যবিবাহ নিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি মারুফ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]