কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিজানুর রহমান ফাউন্ডেশান একাডেমির আয়োজনে ২০২২ সালে এমআর ফাউন্ডেশান একাডেমিতে অধ্যায়নররত প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ সেপ্টম্বর) সকাল ১০ টার সময় একাডেমির হলরুমে প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুলের তোড়া ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমুখি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও কল্যাণের কাজে আসতে পারলেই কেবল প্রকৃত শিক্ষা অর্জন হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে যেন ছেলে মেয়ে মানুষের মত মানুষ হতে পারে সে দিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করেন। ক্লাসে প্রথম হওয়ার চেয়ে শিক্ষার্থীরা যেন বিপথগামী না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য অভিভাবকদেরকে নির্দেশনা প্রদান করেন। কোনভাবেই কোন কাজে বাচ্চাদেরকে বাধ্য করা থেকে বিরত থাকার জন্য সকল অভিভাবকদেরকে নিষেধ করেন। এই প্রতিষ্ঠানকে আরও গতিশীল করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব এস,এম জাকির হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, অভিভাবক বাবু, সহকারী প্রধান শিক্ষক শেলী আহম্মদ, সহকারী শিক্ষক শাওন হোসেন, আ: হান্নান, শারমিন সুলতানা, খালেদা আক্তার বৃষ্টি, ইতি রানী, সোমা সাহা, বিউটি সাহাসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সকল অভিভাবক বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দুলাল চন্দ্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]