কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে চুয়াডাঙ্গা এফসি ফুটবল দলকে ১-০গোলে হারিয়েছে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ।
শুক্রবার (২ মে ) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়ার বলফিল্ড ফুটবল বয়েজ বনাম চুয়াডাঙ্গা এফসি ফুটবল দলের মধ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
খেলার প্রথমার্ধে ২০মিনিটে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাহিম গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই চুয়াডাঙ্গা এফসিকে হারিয়ে জয় পাই স্বাগতিকরা।
খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন তাকে সহযোগিতা করেন কামরুজ্জামান বাবু ও সাইফুল ইসলাম।
বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রিড়া সংগঠক জাহিদুর রহমান খান চৌধুরী, রেজাউল করিম লাভলু, কলারোয়া ফুটবল একাডেমীর কোচ সায়েদ আলী, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ নাজমুল হাসনাইন মিলন ফুটবলার অপু, মাসুদ, কলারোয়া নিউজের রিপোটার হাবিবুর রহমান (রনি) ও সানবিম করিম সিয়াম, ক্রিড়াপ্রেমী নাহিদ, তাসিন, জিৎ, রাব্বি, তাহমিদ, পলক, জয়, প্রিন্স প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]