দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ইউএনও কৃষ্ণা রায়।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে পৌরসভাধীন ইউরেকা ফিলিং স্টেশন সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায় পরিদর্শন শেষে সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজ সহ সদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জনগণের সেবায় নিবেদিত এই প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আপনারা সাড়া প্রদানকারী সংস্থা হিসাবে অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষ রোগীদের হাসপাতালে প্রেরণ, প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ সহ সকলকে অগ্নি নিরাপত্তা প্রদানে দেশ ও জনগনের সেবা প্রদানে যে ভূমিকা রাখেন সেটি প্রশংসনীয়।
তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সহ সকল সদস্যদের শৃঙ্খলা ও আস্থার সাথে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশন লিডার হুমায়ুন কবির সহ ডিফেন্সের সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]