‘সবার জন্যে সব সময়’- স্লোগনে গ্রাহকদের পাশে থাকার ব্রত নিয়ে কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার ব্যাংক ভবনে এ উপলক্ষে কুরআন তেলোয়াত, বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মেহফুজ হাসান।
ব্যাংক স্টাফ মাওলানা মোস্তফা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার কাজী রাজিব হাসান, সিনিয়র অফিসার মোস্তফা আল মাহমুদ, মাহমুদ হাসান, নজরুল ইসলাম, তানজিমুল হক, আবু মুসা প্রমুখ।
দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ আব্দুর রহমান।
এর আগে কয়েকজন হাফেজ পবিত্র কুরআন পরিপূর্ণ তেলোয়াত সম্পন্ন করেন।
উল্লেখ্য, বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৮৪টি শাখা, ২২টি উপ-শাখা, ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৬০টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও ব্যাংকটি অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]