কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের তৃতীয় খেলায় ঘোনা ফুটবল একাদশ ২-১ গোলে হারিয়েছে চন্দনপুর আরএম প্রগতী সংঘ।
শনিবার (৩০ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ওই খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে গোলশুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।
বিরতীর পর দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে চন্দনপুর আরএম প্রগতী সংঘের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় সাব্বির হোসেন গোল করে দলকে এগিয়ে নেন। ৩৪ মিনিটে চন্দনপুরের ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল গোল করে ব্যবধান বাড়ান। ৩৬ মিনিটে ঘোনা ফুটবল একাদশের ১৩নম্বর জার্সিধারী খেলোয়াড় একটি গোল শোধ করলেও নিজেদের পরাজয় এড়াতে পারেনি।
খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম।
ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও রুস্তম আলী।
অসংখ্যা দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, কপাই সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, কলারোয়া ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাইল, রিপোর্টার হাবিবুর রহমান রনি, কেঁড়াগাছি প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া ক্রিকেট একাডেমির কোচ নাজমুল হাসনাইন মিলন, প্রাক্তন ফুটবলার খালিদ, সোহাগ হোসেন, ক্রিড়া প্রেমী মফিজুল ইসলাম, রুস্তম, সিয়াম, রাসেল প্রমুখ।
এদিকে, খেলা শেষে চন্দনপুর টিমের কয়েকজন খেলোয়াড়কে কতিপয় ব্যক্তিরা মারধর করে বলে অভিযোগ করেছেন চন্দনপুর টিমের অন্যতম খেলোয়াড় সাব্বির হোসেন। এতে খেলোয়াড় শহিদুল্লাহ সহ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (৩১ অক্টোবর) বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় সপ্তমগ্রাম ফুটবল একাদশ বনাম কলারোয়া ফুটবল একাডেমি পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]