নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ফেসবুক আইডিতে পোস্ট লিখে গলায় ফাঁস দিয়ে সাঈদ হোসেন টুটুল (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত্রে কলারোয়া পৌর সদরের ৯নং ওয়ার্ড মির্জাপুর পলাশ সিনেমা হল এলাকায় ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। টুটুল কলারোয়া উপজেলার ২নং কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মোঃ কামরুল ইসলাম সুমনের ছোট ছেলে।
টুটুল একজন ইজিবাইক মেরামতকারী (মেকানিক)।
টুটুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, “মা বাবা ভাইয়েরা কারোর দোষ নাই, মৃত্যুর জন্য আমি দায়ী, আমার জমানো টাকা দিয়ে কাফনের কাপড় কিনে মাটি দিও। সকলে ক্ষমা করে দিও।”
কলারোয়া থানা পুলিশ জানায়, ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। ২৮ জুলাই সকাল ৯ টার সময় দোকানে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে সাঈদ হোসেন টুটুল-কে ঝুলে থাকতে দেখা যায়।
পরিবার ও আশপাশের লোকজন খবর পেয়ে ছুটে এসে লাশ নামিয়ে কলারোয়া থানায় জানালে কলারোয়া থানার উপপরিদর্শক (এস আই) মিজানুর রহমান এসে সুরতহাল করে সত্যতা নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে কলারোয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]