কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে টি-২০ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭মার্চ) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। ব্যাটিংয়ে নেমে নির্ধাারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আশরাফুল ১৭বলে ৪৪ রান ও সোহেল ২৩ বলে ৩৯ রান এবং তাহের ২৬ বলে ৩৯ রান করেন।
বোলিংয়ে কলারোয়া থানা একাদশের পক্ষে জিম ৩ উইকেট ও সোহেব ২টি উইকেট লাভ করেন।
থানা একাদশ ১৯৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধাারিত ২০ ওভারের খেলায় ১৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমন ১৩ বলে ৩২ রান ও সাব্বির ১৬ বলে ২৬ রান করেন।
বোলিংয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সুব্রত ৩টি উইকেট ও রাজিব, সাইফুল ও আসাদ ২টি করে উইকেট লাভ করেন।
ফলে উপজেলা প্রশাসন ৮২ রানের বিশাল জয় পান।
আম্পায়ারারের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান ও মিয়া ফারুক হোসেন স্বপন।
স্কোরারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন। বোর্ড স্কোরারের দায়িত্ব ছিলেন সাঈদ, ও জহির।
ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রইছ।
বিপুল সংখ্যাক দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]