কলারোয়ায় যাকজমকপূর্ন ভিন্ন ভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল হতে কলারোয়া উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকীর্তিতে ফুল দিয়ে ও কেক কেটে জন্মদিনের শুভসূচনা করা হয়।
পরবর্তিতে কলারোয়া উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, পৌরমেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আবুবকর সিদ্দিক।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোসাইবা শারমিলি।
এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া সরকারি পাইলট স্কুলের শিক্ষার্থী মিথিলা আলিফ ইমু।
এখানে উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভাল বাসতেন বলেই বঙ্গবন্ধুর জন্মদিনের সাথেই জাতীয় শিশু দিবসটি পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই দিনে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস শিশুদের প্রাধান্য দিয়ে অনুষ্ঠানে সভাপতিত্বে ও সঞ্চালনার দায়িত্ব দেন শিশুদের।
[video width="848" height="480" mp4="https://kalaroanews.com/wp-content/uploads/2023/03/VID-20230317-WA0067.mp4"][/video]
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]