কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব-১৭)-২৩' খেলা রবিবার শুরু হতে যাচ্ছে।
খেলায় পৌরসভা সহ উপজেলার ১২ টি ইউনিয়নের অনুর্ধ্ব ১৭ দলের খেলোয়াড়দের অংশগ্রহনে প্রতিযোগীতাপূর্ন খেলার ফিকচার (সময় সূচি) শনিবার প্রকাশ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার(১১ জুন) সকাল সাড়ে ৮টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে উদ্বোধনী (১ম) খেলায় প্রতিদ্বন্দীতা করবে পদ্মা গ্রুপের পৌরসভা একাদশ বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ। একই দিন একই ভ্যেনুতে পর্যায়ক্রমে সকাল ১০ টায় দ্বিতীয় খেলায় অংশগ্রহন করবে মেঘনা গ্রুপের লাঙ্গলঝাড়া ইউপি বনাম যুগিখালী ইউপি ফুটবল একাদশ। বেলা সাড়ে ১১ টায় যমুনা গ্রুপের তৃতীয় খেলায় মুখোমুখি হবে হেলাতলা ইউপি বনাম দেয়াড়া ইউপি ফুটবল একাদশ। বেলা ২ টায় ব্রক্ষ্মপুত্র গ্রুপের চতুর্থ খেলায় প্রতিদ্বন্দীতা করবে কয়লা ইউপি বনাম চন্দনপুর ইউপি একাদশ। বিকাল সাড়ে ৩ টায় পঞ্চম খেলায় একে অপরের মুখোমুখি হবে কপোতাক্ষ গ্রুপের কেরালকাতা ইউপি বনাম কেঁড়াগাছি ইউপি একাদশ। বিকাল ৫ টায় দিনের শেষ খেলায় প্রতিদ্বন্দীতা করবে কর্ণফুলি গ্রুপের জয়নগর ইউপি বনাম কুশোডাঙ্গা ইউপি ফুটবল একাদশ। এ দিকে জালালাবাদ ইউপি ফুটবল একাদশকে সরাসরি ২য় রাউন্ডের খেলায় অংশগ্রহনে অনুমতি লাভ করে।
সোমবার(১২ জুন) একই ভ্যেনুতে ২য় রাউন্ডের খেলায় সকাল সাড়ে ৮ টা থেকে পর্যাক্রমে প্রতিদ্বন্দীতা করবে যথাক্রমে বিজয়ী মেঘনা বনাম বিজয়ী ব্রক্ষ্মপুত্র, বিজয়ী যমুনা বনাম বিজয়ী জালালাবাদ ইউপি, বিকাল সাড়ে ৪ টায় দিনের শেষ খেলায় বিজয়ী কপোতাক্ষ বনাম বিজয়ী কর্ণফুলি একাদশ। বিজয়ী পদ্মা গ্রুপ ফুটবল একাদশ সরাসরি সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করবে।
মঙ্গলবার(১৩ জুন) একই ভ্যেনুতে বিকাল ৩ টায় ৩য় রাউন্ড( সেমিফাইনাল) খেলায় প্রতিদ্বন্দীতা করবে পর্যায়ক্রমে বিজয়ী জুই বনাম বিজয়ী জবা ও বিজয়ী বেলি বনাম বিজয়ী গোলাপ দল।
একই মাঠে বুধবার(১৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় ৪র্থ রাউন্ড( ফাইনাল) খেলায় একে অপরের মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দীতা করবে বিজয়ী শাপলা বনাম বিজয়ী বকুল দল। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রুলী বিশ্বাস রবিবার থেকে খেলার সময় সূচির বিষয়টি নিশ্চিত করেছেন এবং সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের খেলাগুলি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]