মরহুম জসিম উদ্দিন গাজীর স্মৃতি স্মরনে কলারোয়ায় ৮ দলীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
এই ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন
বহুড়া বলিয়ানপুর রাসেল স্মৃতি সংঘ ও সাতক্ষীরা ওরিয়র স্পোর্টিং একাডেমি।
বহুড়া বলিয়ানপুর রাসেল স্মৃতি সংঘের আয়োজনে ৮দলীয় নক আউট ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, কলারোয়া বিআরডিপি চেয়ারম্যান আব্দুল গফুর, কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দিন গাজী, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান,
ইউপি সমস্য মোস্তফা কামাল মোস্ত, রফিকুল ইসলাম ডিটু, সোনিয়া লাইলা নার্গিস, মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন, লিটন হোসেন,
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর পরিচালনায় ফাইনাল খেলার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জর্জকোর্টের এপিপি এড. আশরাফুল আলম বাবু।
খেলায় বহুড়া বলিয়ানপুর রাসেল স্মৃতি সংঘ ১-০ গোলে সাতক্ষীরা ওরিয়র স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে টফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]