কে.এম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ায় বাজারের জননী আইস এন্ড কোল্ডস্টোরেজে পরিমানের চেয়ে বেশী আলু মজুদ থাকায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে কলারোয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান হোসেনের নেতৃত্বে ভ্যামমান আলাদতের একটি টিম এ জরিমানা করেন।
জানা গেছে, বাজার নিয়ন্ত্রন রাখতে সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকরী হয়নি। অনেক ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতা নিধর্অরিত দামের বিষয়ে জানেন না। আবার আলুর পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম বেশী নেওয়া হচ্ছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রন করার লক্ষে অভিযানে নেশেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
এ সময় কলারোয়া পৌর সদরের জননী আইস এন্ড কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে পরিমানের চেয়ে বেশী আলু মজুদ থাকায় কোল্ড স্টোরেজ মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের জেল জরিমা করা হয়।
ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিপ্তর সাতক্ষীরার সহকারী-পরচিালক নাজমুল হাসান জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভযিান চলমান থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]