শেখ শাহাজাহান আলী শাহীন: সাতক্ষীরার কলারোয়ায় বালিকা ফুটবলারদের মাঝে বুট প্রদান করা হয়েছে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনুর্ধ্ব -১৭ জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলার কয়লা হাইস্কুল মাঠে শনিবার অনুশীলনরত বালিকা খেলোয়াড়দের মাঝে বুট ও প্রয়োজনীয় খেলার সামগ্রী প্রদান করা হয়।
কলারোয়া বালিকা টিমের ১৮ জন বালিকা খেলোয়াড়দের মাঝে বুটসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ প্রমুখ।
এসময় বালিকারা নতুন খেলার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হয়ে জেলা পর্যায়ের খেলায় ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন ও কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও’কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা পর্যায়ের খেলা ৮ অক্টোবর রবিবার থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]