কলারোয়ায় অবৈধ উপায়ে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১৩ আগস্ট)দুপুরের দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেরালকাতা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জহুরুল ইসলাম। অভিযানে কেরালকাতা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাকির হোসেন (৩৯) পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে বিজ্ঞ আদালতের বেঞ্চ সহকারী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, কেরালকাতা গ্রামের বড় পুকুর হতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্তুপাকারে রাখার কারণে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ৫(১) ধারার অপরাধের কারণে মোবাইল কোর্ট আইন/২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৫(১) ধারা অনুযায়ী ৭০,০০০/= টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]