কলারোয়ায় বাল্য বিবাহ, মাদক, পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাইকার সহযোগীতায় বুধবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে কাজী, ইমাম ও জনপ্রতিনিধিদের অংশগ্রহনে সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৪ টায় কর্মশালার সমাপ্তি ঘটে।
কর্মশালায় সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও, সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নিলা, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, ডাক্তার কানিজ ফাতেমা ও মহিলা বিষযক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক এম,এ সাজেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেযারম্যান, সদস্যবৃন্দ ও প্রশিক্ষনার্থীগণ। ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ১২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেছেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]