কলারোয়া উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা মোড়ে অবস্থিত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা অংশ নেন।
সভায় আগামি ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ও আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক কারারুদ্ধ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী বিএনপি নেত্রী এডভোকেট শাহনাজ পারভীন বকুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, আব্দুর রাজ্জাক, শওকত হোসেন, মাহফুজার রহমান, আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক শাহাদাৎ হোসেন, রাফিজা খাতুন, ফজলু মোল্যা, প্রভাষক আব্দুল জব্বার, মনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]