নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৮ জুলাই দেশে আগমন উপলক্ষে করনীয় বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯জুলাই) বিকাল ৪টায় সাবেক এমপি হাবিবের বাসভবনে বিএনপির উপজেলা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মাষ্টার মনিরুজ্জামান।
সভায় আগামী ২৮ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে করনীয় ও দিক নির্দেশনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন, উপজেলা তাঁতী দলের আহবায়ক মো. আব্দুল জলিল, পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন, পৌর তাঁতী দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুসা কারিম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাষ্টার আনারুল ইসলাম বাবলু, আনারুল ইসলাম আনার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আ.সালাম দিলু, সদস্য সচিব নাইমুর রহমান দোয়াল, পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা পারভেজসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা রুহুল আমিন খোকন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]