কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলের শ্রেণী কক্ষে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকবৃন্দের উপস্থিতিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও ছাত্র অভিভাবক আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। বক্তব্যে তিনি এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মতামত প্রকাশ করেন। তিনি ছাত্র- ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করে পরীক্ষার্থীদের পড়ার টেবিলে থাকার আহবান জানান।
সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ছাত্র অভিভাবক মাস্টার মোস্তফা জালাল, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবক আব্দুস সবুর, শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন কুমার বিশ্বাস, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা সুলতানা, সামিয়া আফ্রিন, মাস্টার বদরুজ্জামান বদরু, শুভংকর মজুমদার, মা অভিভাবক তানজিলা খাতুন, মোছা:আয়শা খাতুন, অভিভাবক জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম, হাসান আলীসহ অভিভাবকমন্ডলী, সূধি ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]