কলারোয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা যুবদলের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এম আর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভায় দলীয় নেতাকর্মীদের সরকারি প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে সকাল সাড়ে ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তুতিমূলক এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুবদল নেতা জালাল উদ্দিন টুটুল, মাহবুব হাসান মিল্টন, মেহেদী হাসান রাজু, আলমগীর কবির, আশরাফুজ্জামান বাবু, রুহুল আমিন খোকন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]