নিজস্বপ্রতিনিধি : ” জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ২শে জানুয়ারী) বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত থেকে ২ দিন ব্যাপি মোলার উদ্বোধন করেন । তিনি তার বক্তব্যে বলেন জ্ঞান বিজ্ঞানে আমরা যত এগিয়ে যাব তত আমরা এগিয়ে যাব, পুরনোকে প্রাধান্য না দিয়ে প্রতিদিনের জ্ঞান –বিজ্ঞান নিয়ে গবেষনা ও আবিস্কার নিয়ে আমাদের চিন্তা করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) জহুরুল ইসলাম , উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা আল –মামুন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন,একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীরা প্রমুখ ।এ মেলায় ৪৬ টি স্টাল স্থান পেয়েছে। এছাড়া প্রধান অতিথি সবগুলো স্টাল পরিদর্শন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]