বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় ছাত্র-ছাত্রী ও ভক্তবৃন্দদের উপস্থিতিতে সাতক্ষীরার কলারোয়ায় পুজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে সরস্বতী দেবীর পুজার ব্যস্ততা চোখে পড়ে।
সরস্বতী বিদ্যার দেবী তাই বিশেষ করে মন্দিরগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেইসাথে সরস্বতী দেবীর কৃপা লাভের জন্য দেবীর চরণ স্পর্শে বই রেখে পুজা আর্চনা করে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। দোয়াত-কলম, বরই, দুধ এবং গমের শীষ সরস্বতী দেবীকে নিবেদন করেন তারা।
মন্দিরের সাজসজ্জা, ফুল, তুলসি পাতা, বেলপাতা, দূর্বা এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি প্রসাদ হিসেবে সরস্বতী দেবীর সামনে নিবেদন করে পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যার দেবীর কৃপা লাভের জন্য এ পূজা করে থাকেন ভক্তরা।
আয়োজকরা জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে মন্দির ও বাড়িগুলোতে সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়। ভক্তবৃন্দদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]