সাতক্ষীরার কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় ও স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর দিবসটি পালনে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, থানার ওসি নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার ওসি নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, উপজেলা আইসিটি'র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুভ্রাংশু শেখর দাস, সহকারী অধ্যাপক আবুল খায়ের, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মমতাজ পারভিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]