বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত “বিনাসরিষা-৯” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা মাঠে দিবসটি অনুষ্ঠিত হয়।
বুধবার(২৫জানুয়ারী) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের সাতক্ষীরা বাস্তবায়নে এ মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.রেজা মোহাম্মাদ ইমন, বিনা সাতক্ষীরার উপকেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বাবুল আকতার, কলারোয়া উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার আবুল হোসেন মিয়া,কলারোয়া পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কৃষক জাকির হোসেন,উপজেলা সহকারী কৃষি অফিসার আবির হোসেন, হাফেজ তরিকুল ইসলাম,কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর, সংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, জাকির হোসেনসহ উপজেলার ৮০জন কৃষক ও কৃষাণী। উল্লেখ্য-সরিষার তিনটি উন্নত জাত রয়েছে। এর মধ্যে-বিনাসরিষা-৮, বিনাসরিষা-৯ ও বিনাসরিষা-১০। এবার বিনা উদ্ভাবিদ প্রতিক‚লতা সহনশীল ও উচ্চফলনশীল সরিষার জাত বিনাসরিষা-৯ এর সম্প্রাসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]