কলারোয়ায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত “বিনাসরিষা-৯” এর প্রচারে পৌরসভাধীন তুলশিডাঙ্গা মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের সাতক্ষীরা বাস্তবায়নে বুধবার(২৫ জানুয়ারী) বিকালে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ময়মনসিংহ (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.রেজা মোহাম্মাদ ইমন, বিনা সাতক্ষীরার উপকেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বাবুল আকতার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার স্বাগত বক্তব্য শেষে সমাবেশে অতিথি হিসাবে আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কৃষক জাকির হোসেন,উপজেলা সহকারী কৃষি অফিসার আবির হোসেন, হাফেজ তরিকুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, জুলফিকার আলী, আরিফুল হক চৌধুরী, সরদার জিল্লু, রাজু রায়হান সহ ৮০ জন কৃষক ও কৃষাণী।
বক্তারা, সরিষার ৩টি উন্নত জাত বিনা সরিষা-৮, বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১০ চাষাবাদে আশানুরুপ ফলনের বিভিন্ন দিকে তুলে ধরে কৃষকদের উৎসাহিত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]