দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,বি,আর,এন,এস সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসের শুরুতেই মঙ্গলবার(১৫ আগষ্ট) সকাল ৯ টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্যালিটি বুঝতলা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়ার কৃতি সন্তান জাতীয় পর্যায়ের সংগঠন "আমরা সূর্যমুখির" প্রধান সমন্বয়কারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহসান কবির টুটুল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ওয়াছ আলী ছিদ্দিক বাবর। সহকারী শিক্ষক আলমগীর আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক বনি আমিন, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, রবীন ঘোষ ও শিক্ষিকা সেলিনা খাতুন সহ শিক্ষকমন্ডলী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সূধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাবেক ছাত্রলীগ নেতা স্কুল (বিক্রমপুর, বয়ারডাঙ্গা- বড়ালী, রামকৃষ্ণপুর, নাথপুর, শ্রীরামপুর) পরিচালনা কমিটির সভাপতি আহসান কবির টুটুলের সম্পাদনায় প্রকাশিত "তোরা কি চাস"( মৃত্যুর আগে ঘাতকদের লক্ষ্য করে বঙ্গবন্ধুর বজ্র কন্ঠে শেষ কথা) বইটি উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের মাঝে উপহার হিসাবে তুলে দেয়া হয়। এ ছাড়া, তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে পাঠাভ্যাসে মনোনিবেশ করতে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে স্কুল ব্যাগ, বই, খাতা, পেন্সিল সহ খেলাধুলা সামগ্রী সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসাবে বিতরণ করেছেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]