কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন অভিযান অব্যাহত রেখেছে উপজেলা স্কাউটস।
বৃহস্পতিবার কলারোয়া উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের নেতৃত্বে লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল, দমদম হাইস্কুল, বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুল, বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসা, সোনাবাড়িয়া সম্মিলিত হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল, বুঝতলা বিবিআরএনএস হাইস্কুলে দিনব্যাপী বৃক্ষরোপন করা হয়। এসময় স্কাউটসের ইউনিট লিডার স্বপন চৌধুরী, শফিকুল ইসলাম, আলতাফ হোসেন, মিজানুর রহমান, কবিরুল ইসলাম লিটন, শেখ শাহাজাহান আলী শাহিনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন ও ছাত্রছাত্রীরা বৃক্ষরোপন অভিযানে অংশ নেন।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, ‘পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও স্কাউটসের পক্ষ থেকে বৃক্ষ রোপন কার্যক্রম পরিচালিত হবে।’
তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট খোলার তাগিদ দেন।
উল্লেখ্য, বুধবার কলারোয়া উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন। ‘পৃথিবীটাকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো’ -শীর্ষক শ্লোগানে উপজেলা স্কাউটস এ বৃক্ষ রোপন অভিযান পরিচালনা করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]