কলারোয়ায় প্রাথমিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের অনুদানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুরে সাথী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।
বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সাফ নারী ফুটবলে আবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম অর্জনে অবদান রাখার আহবান জানান।
সাথী সসাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান, কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশংকর নন্দী, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান, গোয়ালচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবলসহ খেলার সামগ্রী তুলে দেয়া হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]