কলারোয়ায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
"শেখ হাসিনার বারতা- নারী -পুরুষ সমতা" এই প্রতিপাদ্যকে সানে রেখে রবিবার (১২ মে) সকাল ১১ টায় দিবসটি পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারের সভাপতিত্বে ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়ার পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাইজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাক্তার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, প্রাথমিক শিক্ষা অফিসার এইসএম রেকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও মা অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মায়েদের স্মরণে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসাবে পালন করা হয়। মায়ের কল্যাণেই পৃথিবীতে আলোর মুখ দেখতে পাওয়ার বিষয়টি তুলে ধরে বক্তারা মায়ের প্রতি নিবিড় ভালবাসা ও মাকে মমতায় স্মরণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]