কলারোয়ায় 'জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার(৮৪) সোমাবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ীতে স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন( ইন্না.... রাজেইন)। তিনি কেরালকাতা ইউনিয়নের দক্ষিন বহুড়া গ্রামের কৃতি সন্তান। মৃত্যুকালে তিনি ৩ স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যা ও নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার(১৩ ডিসেম্বর) বিকালে কাজীরহাট ইউনাইটেড হাইস্কুল মাঠে মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আবৃত রেখে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
চৌকস পুলিশ সদস্যদের উপস্থিতে সম্মান প্রদর্শনের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। পরে মরহুমের প্রতি পুষ্পস্তাবক অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, কলারোয়া প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
শ্রদ্ধা নিবেদন শেষে মাওলানা হাসানুজ্জামানের পরিচালনায় অসংখ্য মুসল্লীদের উপস্থিতিতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা নামাজ পূর্বক আলোচনা সভায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র আ'লীগ নেতা মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কেন্দ্রীয় আ'লীগ নেতা সরদার আমজাদ হোসেন, প্রয়াতের পুত্র জাকির হোসেন, আ'লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, আ'লীগ নেতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম আসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মুক্তিযোদ্ধা সন্তান প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, অধ্যক্ষ এসএম সহিদুল আলম, প্রাক্তন অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, আ'লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, সরদার মশিউর রহমান, মাস্টার আব্দুর রউফ, আ'লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, মহিলা আ'লীগ নেত্রী রহিমা বেগম কাজল, প্রয়াতের পুত্র সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুর রহমান, ফারুক হোসেন রাজ, আজমল হোসেন, জাহাঙ্গীর হোসেন, রাজু রায়হান সহ বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সূধীবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত শুভাকঙ্খীবৃন্দ। সভাটি পরিচালনা করেন প্রভাষক রেজাউল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]