কলারোয়ায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে ৫ দিন ব্যাপি ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও রেফ্রিজারেশন বিষয়ক প্রশিক্ষনের ৩য় দিন অতিবাহিত হয়েছে। উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন( জাইকা) সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। উদ্বোধন শেষে ৩য় দিনে প্রশিক্ষণার্থীরা পৌর সদরের বিসমিল্লাহ রেফ্রিজারেশন শপে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহন করেন। মঙ্গলবার( ৮ নভেম্বর) সকাল ১১ টায় প্রশিক্ষণ কর্মশালাটি পরিদর্শন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃদঃ) মোছাঃ এছমত আরা বেগম।
তিনি জানান, গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ শিবিরে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আবেদনে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন বেকার যুবক প্রশিক্ষণ গ্রহন করছেন। প্রশিক্ষণে বেকারদের ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও রেফ্রিজারেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করে আত্মকর্মসংস্থানে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলবে বলে তিনি জানান।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান শফিকুল ইসলাম ও মেহেদী হাসান। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন ও কলারোয়া আলিয়া মাদ্রাসা হলরুম ভ্যেনুতে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠান শেষে প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সাম্মানিক ভাতা সহ সনদপত্র বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ঠ দপ্তর থেকে জানা যায়।
এ দিকে, এলাকার অনেক যুবক জীবন যুদ্ধে সরকারী প্রশিক্ষন গ্রহন না করেও ইলেকট্রিক ও রেফ্রিজারেশন কাজে নিজেকে নিয়োজিত রাখলেও তারা সরকারি প্রশিক্ষণের ওই মহৎ উদ্যোগে অংশগ্রহন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]