সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি'র আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
'কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি'- শীর্ষক স্লোগানে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের ডিজিটাল সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিসিডিবির ইয়ুথ প্রকল্পের উদ্যোগে কলারোয়ার ২২ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রকল্প নির্ধারিত বেকার যুব যুবতীদের মাঝে নেদারল্যান্ডভিক্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রতি ৩হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
প্রকল্প নির্ধারিত উপকারভোগী বেকার যুবক-যুবতীগণ যারা ৬মাস বিভিন্ন ট্রেডের উপর কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদেরকেই প্রত্যেকে তিন হাজার টাকা করে কর্ম সহায়ক যন্ত্রপাতি ক্রয়ের জন্য উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম।
এ সময় সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাসসহ উপকারভোগী বেকার যুবক-যুবতী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- যে কোন কাজের দক্ষতা অর্জন করতে হবে। বেকার সমস্যা সমাধান কল্পে করিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নেই। কাজ শিখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।
আয়োজকরা জানান, সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলায় মোট ৭৫ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]