কলারোয়ায় 'বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্যদের মাঝে ৩২ তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে সফল অংশগ্রহনে প্রাপ্ত সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
ঢাকার গাজীপুর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে সম্প্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে সফল স্কাউট সদস্যদের অর্জিত সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার(৩ ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক মাস্টার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কাউটের মেয়ে দলের ইউনিট লিডার শিক্ষিকা শেখ মর্জিনা খাতুন, স্কাউটের ইউনিট লিডার মাস্টার শফিকুল ইসলাম, সিনিয়র সদস্য উৎস কুমার দাশ, শেখ মাহমুদুল হাসান, ইমরান হোসেন, চৈতি খাতুন, নিয়াজ আহম্মেদ খান সহ গ্রুপের অনান্য সদস্যবৃন্দ।
সফল স্কাউট সদস্যদের উপহার হিসাবে সনদ পত্র, ক্রেস্ট, স্টিকার, চাবির রিং ও কোট পিনরপ্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৯-২৭ জানুয়ারি ২০২৩' ঢাকার গাজীপুরে, জাতীয় স্কাউট প্রষিক্ষণ কেন্দ্রে' এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]