প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে শরীর জুড়াতে হাতপাখার কোনও তুলনা হয় না। কলারোয়ায় সপ্তাহ দুয়েক থেকে প্রচন্ড তাপদাহ ও লোডশেডিং হচ্ছে। এ সময় এখানে তাপমাত্রা রেকর্ড ৩৮ থেকে ৪০ ডিগ্রী বিরাজ করছে। চাহিদা বেড়ে যাওয়ায় বাজার থেকে চার্জার ফ্যানও যেন উধাও! প্রযুক্তির যুগে হাতপাখার জনপ্রিয়তা প্রায় হারিয়েই গিয়েছিল বললেই চলে। কিন্তু তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের কারণে কলারোয়া জুড়ে এখন হাতপাখার কদর বেড়েছে।
ব্যবসায়ী থেকে শুরু করে ঘর থেকে বাইরে বের হওয়া বেশির ভাগ মানুষের হাতেই এখন হাত পাখা দেখা যাচ্ছে।
উপজেলার সোনাবাড়ীয়া বাজারের এক পাখা বিক্রিতা জানান, তাপদাহে ও চলমান লোডশেডিংয়ে মানুষ নিরুপায় হয়ে হাত পাখায় গরম থেকে বাঁচতে চেষ্টা করছেন। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাখা প্রতি দামও বেড়েছে ৩ গুণ।
শুক্রবার (৯ জুন) কলারোয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে ঘুরে এখন তালপাতার হাতপাখা বিক্রি করছেন মিজানুর রহমান নামের এক হকার। তিনি বলেন, পাইকারি দরেই দ্বিগুণেরও বেশি দরে কিনতে হচ্ছে পাখা। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
আরেক বিক্রেতা জানান, গরমের শুরুতে প্রতিদিন ২০ থেকে ২২ পিস হাতপাখা বিক্রি হতো। এখন হাতপাখার চাহিদা বেড়েছে। প্রতিদিন আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বিক্রি হচ্ছে। তবে চাহিদা বাড়ায় হাতপাখার পাইকারি দামও বেড়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]