কলারোয়ার বেত্রবতী নদীর ধসে যাওয়া বেইলি ব্রিজের স্থান যাতায়াত উপযোগী করার উদ্যোগ নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। একই সাথে নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণ ও জনসাধারণের নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থাও করতে দেখা যায় তাদের।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এ দৃশ্য দেখা যায়।
সরেজমিনে জানা যায়, পৌর সদরের পশুহাট মোড় এলাকায় বেত্রবতী নদীতে নির্মানাধীন ব্রিজের বিকল্প বেইলি ব্রিজটি বৃহষ্পতিবার ধসে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেটা যাতায়াতের উপযোগী ও পাশে একটি নৌকা স্থাপন করে পারাপারের ব্যবস্থা করার উদ্যোগ নিতে দেখা যায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের। তবে ব্রিজের মুখে পানির তীব্র স্রোতে সেই উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হচ্ছিলো।
একই সাথে নদী থেকে কচুরিপানা অপসারণ করেন তারা।
অপরদিকে, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী আকতারুল ইসলাম বৃহস্পতিবার এবং শুক্রবার কলারোয়ার বেত্রবতী নদীর উপর ধসে ও ভেঙ্গে যাওয়া ৩টি ব্রিজ পরিদর্শন করেন। সেসময় তিনি ভুক্তভোগী মানুষের সাথে কথা বলেন। তিনি ব্রিজ ও সেতু সংস্কার করে দ্রুত যাতায়াত উপযোগী করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।
কলারোয়া পাইলট হাইস্কুলের শিক্ষার্থী তাসিন মাহমুদ, খেলোয়ার সানবিম করিম সিয়াম, ব্যবসায়ী শাহীন হোসেনসহ কয়েকজন ভুক্তভোগী জানান, ব্রিজ তিনটি ভেঙে যাওয়ায় সাধারণ সকল মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সকলেই চাচ্ছেন দ্রুত ব্রিজ ও সেতুগুলো সংস্কার করে যাতায়াত উপযোগী করার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]