সাতক্ষীরার কলারোয়ায় চাঞ্চল্যকর ব্যাংক কর্মকর্তা শাহিন গাজী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির নাম আমিনুর সরদার (৫০)। তিনি কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকার মৃত বজলে সরদারের ছেলে।
সোমবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর জে.এম. গালিব হোসেন।
এ সময় তিনি জানান, সাতক্ষীরার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা শাহিন গাজী হত্যার প্রধান আসামি আমিনুর সরদারকে রোববার রাতে টাঙ্গাইল জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মেজর গালিব জানান-চলতি বছরের ৪ এপ্রিল তুচ্ছ ঘটনায় আমিনুর সরদারের সাথে শাহীন গাজীর চাচী শাহানা খাতুন (৪৭) এর সাথে কথা কাটাকাটি হয়। এসময় আমিনুর সরদার শাহানা খাতুনের উপর হামলা করলে শাহীন গাজী ঠেকাতে যান। একপর্যায়ে আমিনুর সরদার ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে
শাহীন গাজীকে। ঘটনার ৯দিন পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন গাজীর মৃত্যু হয়।
শাহীন গাজী উপজেলার পাকুড়িয়া গ্রামের একোব্বার গাজীর পুত্র।
এ ব্যাপারে নিহতের বড় ভাই আফসার আলী গাজী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৬)।
ঘটনার পর থেকে আমিনুর সরদার পলাতক ছিলেন।
র্যার-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব আরো জানান- গ্রেফতারকৃত আমিনুর সরদার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]