দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজ ভাই ফোঁটার দিনে বোনরা তাদের আদরের ভাইদের কপালে ফোঁটা দিবে। ধান, দুর্বা, চন্দন, কাচা হলুদ বাটা, জ্বলন্ত প্রদীপ দিয়ে ভাইয়ের সম্মুখে রেখে একে একে এগুলো ভাইয়ের কপালে ছুইয়ে দিয়ে ভাইয়ের কপালে দিলাম এই মন্ত্র উচ্চারণ করবে, ভাইদের মঙ্গল কামনায়
তারই ধাবাহিকতায় কলারোয়ার সনাতনীদের ঘরে ঘরে ছিলো ভাই ফোঁটার আয়োজন।
ভাইদের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি তাঁদের মিষ্টিমুখ করাবেন বোনেরা। সেই সঙ্গে রয়েছে উপহারও। তাই আজ সকাল থেকেই মিষ্টির দোকান গুলোতে আংশিক ভিড় লক্ষণীয়। বোনেদের জন্য ভাইরাও অপেক্ষা করে থাকেন আজকের এই দিনটির জন্য।
ভাই-বোনকে মিষ্টি মুখ করান। এছাড়াও, উপহার দেওয়া নেওয়ার রেওয়াজ তো আছেই। সেকারনে মিষ্টির দোকানগুলিতে ভিড় করছেন সনাতনী ক্রেতারা। ক্রেতাদের সন্তুষ্ট করতে দোকাগুলিতেও সাজানো রয়েছে অনেক রকমের মিষ্টি।
কলারোয়ার জয়নগরে সনাতনীদের প্রায় প্রতিটি বাড়িতে ভাই ফোঁটার আয়োজন চোখে পড়ার মত। বোন তাদের আদরের ভাইদের ফোঁটা দেওয়ার জন্য সকালে তড়িঘড়ি করে স্নান সেরে ভাই ফোঁটার প্রস্তুতি নিতে দেখা গেছে।
কলারোয়ার জয়নগরে হৃদিতা চক্রবর্ত্তী বর্ণালী তার ভাই ঋত্তিক চক্রবর্ত্তী ও দাদা শুভ দাস কে ফোঁটা দিচ্ছে সেই চিত্র ধারণ করেছে কলারোয়া নিউজের ক্যামেরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]