জমিজমা সংক্রান্ত বিরোধে কলারোয়ায় ভাই ও ভাইপোকে রক্তাক্ত আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আহতবস্থায় তাদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দিগং গ্রামের এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন সাবেক মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদকে (৭০) ও তার পুত্র অহিদুজ্জামান সোহাগ। আহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত কামাল উদ্দিন মোল্ল্যার বড় পুত্র। আর অভিযোগের তীর আব্দুর রশিদের ছোট ভাই আব্দুস সাত্তার (৫০) ও তার পুত্র সজিব হোসেনের দিকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আব্দুর রশিদ তার বাড়ির সীমানা প্রাচীর নির্মান করাকালে ছোট ভাই আব্দুস সাত্তার, তার পুত্র সজিব হোসেন বাঁধা দেন। বাকবিতন্ডার একপর্যায়ে তাদের আঘাতে আব্দুর রশিদ আহত হন। সেসময় ঠেকাতে আসলে তার পুত্র অহিদুজ্জামান সোহাগও আহত হন। তাদের আহতাবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় আব্দুর রশিদ বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
অপরদিকে, ছোট ভাই আব্দুস সাত্তার ও তার পরিবারের কয়েকজন আহত হয়েছেন বালে দাবি করেছেন তারা। তারাও কয়েকজন কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। থানায় অনুরূপ আরেকটি অভিয়োগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘আমি এখন পর্যন্ত এজাহারের কপি হাতে পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেবো।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]