মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ৪ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে কলারোয়া হাসপাতাল রোডের বুঝতলা স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
আটক বিশ্বজিৎ দাস (৪৬) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের তারাপদ দাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]